শেখ তোফাজ্জেল হোসেন খুলনা সিটি প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ দিঘলিয়া উপজেলার ০৬ নং যোগীপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. সাজ্জাদুর রহমান লিংকন মটরসাইকেল প্রতিক নিয়ে বেসরকারি ভাবে বিপুল ভোটে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিল আওয়ামী লীগের নৌকা প্রতিকের শেখ আনিছুর রহমান।গতকাল সোমবার সকাল থেকে ভোটারা বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট প্রাদান করেন। ইউনিয়নের প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার সাথে সুষ্ট ও শান্তিপুর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের খানজাহান আলী থানার সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান নৌকা প্রতিক, খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক সাজ্জাদুর রহমান লিংকন মটরসাইকেল প্রতিক, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি(বহিষ্কৃত) মাষ্টার মনিরুল ইসলাম আনারস প্রতিক এবং আওয়ামী লীগ সমার্থীত মো. ফয়সাল হোসেন প্রতিদ্বন্দিতা করেন। ভোটগ্রহন শেষে চেয়ারম্যান পদে সেবরকারি ফলাফলে খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মো. সাজ্জাদুর রহমান লিংকন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকা প্রতিকের শেখ আনিছুর রহমানকে প্রায় ৫ হাজার ভোট ব্যবধানে পরাজিত করে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে বলে সুত্রে জানাগেছে। ইউনিয়নের সদস্য হিসাবে ১নং ওয়ার্ডের সাবেক মেম্বর কাজী শহিদুল ইসলাম পিটো, ২নংওয়ার্ডের জিএম এনামুল কবির, ৩নং ওয়ার্ডে আপেল প্রতিকের সরদার শহিদুল ইসলাম ও তালা প্রতিকের মামুনের সাথে ড্র হয়েছে। ৪নং ওয়ার্ডে মনির হোসেন, ৫নং ওয়ার্ডে গোলাম কিবরিয়া, ৬নং ওয়ার্ডে মো. রফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ডে আমজাদ হোসেন, ৮নং ওয়ার্ডে হাফিজুর রহমান এবং ৯নং ওয়ার্ডে শরিফুল ইসলাম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। সংরক্ষিত মহিলা সদস্য হিসাবে বর্তমান মেম্বর মাহফুজা বেগম, ফিরোজা বেগম, হাফিজা বেগম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।আওয়ামী লীগের দলীয় একাধিক সুত্রে জানাগেছে যোগিপোল ইউনিয়নের চেয়ারম্যান পদে তৃর্ণমূল আওয়ামী লীগের সিন্ধান্তকে উপেক্ষা করে প্রার্থী নির্বাচন করায় নৌকা প্রতিকের প্রার্থী বিপুল ভোট ব্যবধানে পরাজিত হয়েছে।টানটান উত্তেজনার মধ্যে দিয়ে যোগিপোল ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ট ও শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় এবং বিজয়ী চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, অপরদিকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মো. সাজ্জাদুর রহমান লিংকন বিপুল ভোট ব্যবধানে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ মো. শাহাবুদ্দিন আহম্মেদ, আওয়ামী লীগ নেতা এফ এম জাহিদ হাসান জাকির, খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, সাবেক ছাত্রলীগ ফোরাম নেতা আবু হেনা বাবলু, খানাবাড়ী যুব সংঘ ক্লাব ও লাইব্রেরীর সভাপতি বাবলু ,সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান লিটন, মো. শফিউদ্দিন, মঞ্জুরুল ইসলাম মেজবা, রাকিব, সবুজ, মেহেদী হাসান, মুন্না, ইমন, হাসান, তৌরাতসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।