জোবায়ের ফরাজী বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বাগেরহাটে ব্রেভ টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১ টায় সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে দি হাঙ্গার প্রজেক্ট এর ব্রেভ টিমের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।তবিনিময় সভাটি উপজেলা সমন্বয়কারী হাফিজুর রহমানের সঞ্চালনায় ও যাত্রাপুর ইউনিয়ন সমন্বয়কারী মুস্তাহিদুল ইসলামের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সমন্বয়কারী নাজমুল হুদা, অন্যানের ভিতর উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের সদর উপজেলার সাধারণ সম্পাদক নারী নেত্রী সোনিয়া শেখ, ইউনিয়ন সমন্বয়কারী বৃন্দ,ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ, শিক্ষক, ইমাম, পুরোহিত,রাজনৈতিক ও স্থনীয় গণ্য মান্য ব্যক্তি বর্গ ।মতবিনিময় সভায় গত একবছরের ব্রেভ টিমের ইয়ুথরা তাদের কার্যক্রম গুলো তুলে ধরে।এরপর উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গরা তাদের বক্তব্যের মাধ্যমে কার্যক্রমটির ভূয়সী প্রশংসা করেন এবং কার্যক্রমটি চালু রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ মতিন প্রধান অতিথির বক্তব্যে বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতি হলো সমাজে শান্তি প্রতিষ্ঠার মূল মন্ত্র।ব্রেভ টিমের ইয়ুথরা যে কাজ করছে সেটা অবশ্যই প্রশংসনীয়। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে তাদের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আর সবাইকে সচেতন হতে হবে।এর সাথে তিনি কার্যক্রমটি চালু রাখার জন্য সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
২ views