আমরা যুগ যুগ ধরে শুনে আসছি মাটি ছাড়া কৃষি কাজ কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু এই ধারণা সম্পূর্ণরুপে বদলে দিয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (সগবি, বারি) এর অধিনে নোয়াখালীর সরেজমিণ গবেষণা বিভাগ, বিএআরআই এর একদল বিজ্ঞানী। তারা ভাসমান পানিতে বা পানির উপরে কৃষি কাজের দ্বারা ফসল উৎপাদন করা সম্ভব তা প্রমাণ করে দিয়েছেন।
“ভাসমান প্রশিক্ষণে বদলে যাচ্ছে কৃষি” এ উপপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অদ্য ১৯ অক্টোবর, ২০২০ইং সরেজমিন গবেষণা বিভাগ, বিএআরআই, নোয়াখালী এর আয়োজনে এবং ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প (বারি অংগ) এর অর্থায়নে ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তির উপর ” কৃষক প্রশিক্ষণ ২০২০” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় নোয়াখালী সগবি, বারি এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মহিউদ্দীন চৌধুরী প্রধান অতিথি ও সভাপতিত্বে সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন বৈজ্ঞানিক সহকারি মোঃ আবুল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উক্ত গবেষণা পরিষদের এস.এ. মোঃ নাসির উদ্দিন আল মাহমুদ ও এস.এ. মোঃ আল আমিন এবং রামগঞ্জ ও চাটখিল উপজেলার ৩০ জন কৃষক।