কমল তালুকদার পাথরঘাটা বরগুনা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
বৈরী আবহাওয়ার কারনে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে তীরে ফিরে আসার পথে ঝড়ের কবলে পড়ে একটি নামবিহীন মাছ ধরা ট্রলার উত্তাল সমুদ্রবক্ষে উল্টেগেছে।এতে ঘটনাস্থলেই ট্রলার মালিক মো. রুহুল আমিন খান (৫০) মারা গেছেন বলে জানা গেছে। ওই ট্রলারে থাকা অপর ৫ জেলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়েছেন।আজ মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সুন্দরবন সংলগ্ন দুবলার চর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে জেলেদের উদ্ধারের জন্য একটি ট্রলার পাঠিয়েছেন।বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বৈরী আহাওয়ায় সাগর থেকে মাছ ধরে পাথরঘাটায় আসার পথে সুন্দরবন সংলগ্ন দুবলার চর এলাকায় ঝড়ের কবলে পরে ৬ জেলেসহ ট্রলারটি উল্টে যায়। এতে ওই ট্রলারে থাকা ৫জন জেলে সাতরিয়ে উঠতে পারলেও ট্রলার মালিক মো. রুহুল আমিন খান ট্রলার থেকে বেরিয়ে আসতে পারেনি। কিছুণ পর পার্শবর্তী জেলেদের সহায়তায় রুহুল আমিনের মরদেহ উদ্ধার করা হয়।তিনি আরও বলেন, উল্টে যাওয়া ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য একটি ট্রলার পাঠানো হয়েছে।
১৯ views