জোবায়ের ফরাজী বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের ৩ টি উপজেলার সর্বমোট ০৫ টি ইউনিয়নের নৌকার মাঝি নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ- এর সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।বাগেরহাটে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন, বাগেরহাট সদর উপজেলার ৭নং ষাটগুম্বুজ ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান অত্র ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, ৬নং যাত্রাপুর ইউনিয়নে অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেগ এমদাদুল হক, ৩নং গোটাপাড়া ইউনিয়নে শেখ সমশের আলী।ফকিরহাট উপজেলার ৭নং মুলঘর ইউনিয়নে পুনরায় হিটলার গোলদার।মোল্লাহাট উপজেলার ৩নং গাংনি ইউনিয়নে শিকদার উজির আলী।চূড়ান্ত ঘোষণা হওয়ার পর থেকে নেতা-কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন নতুন ও পুরাতন ইউপি পদপ্রার্থীরা।তৃনমুল জরিপের ভিত্তিতে দল নতুন ও পুরাতনদের মনোনয়ন দেওয়ার দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সর্বস্তরের নেতা-কর্মীরা ।