রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ সভাপতির স্বাক্ষর জাল, নিয়োগ বাণিজ্য, গর্ভনিং বডি পরিবর্তন, অর্থ আত্মসাত, পদোন্নতির নামে অর্থ আদায়সহ ব্যাপক অনিয়ম দূর্নীতি ও জালিয়াতির অভিযোগ এনে যাদুরচর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামকে সাময়িক বহিস্কার করা হয় এবং তার স্থলে ভাইস প্রিন্সিপাল মো: শফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়ার বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার(১২ অক্টোবর)বেলা ১১ টার দিকে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে রৌমারী উপজেলার যাদুরচর ডিগ্রি কলেজ হল রুমে এ সংবাদ সম্মেলন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মো: মজিবুর রহমান বঙ্গবাসি, বর্তমান সভাপতি মাস্টার আব্দুস ছালাম মন্ডল ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম, কলেজের টিআর সদস্য, অভিভাবক সদস্য ও দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য এবং কলেজের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।এসময় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পাঠ করে শোনানো্ হয়।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিষ্ঠাতা মজিবুর রহমান বঙ্গবাসি বলেন, অধ্যক্ষ রফিকুল ইসলামের অনিয়ম দূনীতি ও অর্থ আত্মসাতের কারনে তাকে বহিস্কার করা হয়েছে।এব্যাপারী বর্তমান কলেজের সভাপতি আব্দুস ছালাম মন্ডল বলেন, তিনি একজন দূর্নীতিবাজ, জালিয়াতীর কারিগড়। অপর দিকে প্রতিষ্ঠানটি ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন তিনি।
৭ views