নোয়াখালী প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী চরবাটা ইউনিয়নের সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনের ৩ দিন আগে চরমজিদ ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আকবর হোসেন শাহনাজের একনিষ্ঠ সমর্থক শাহাদাত হোসেন সম্রাট মাষ্টারের উপর প্রতিপক্ষ মেম্বার প্রার্থী আবু বক্কর ছিদ্দিক মিজান মাঝীর সমর্থক কর্তৃক ন্যাক্কার জনক হামলায় বহুল আলোচিত মামলার (নোয়াখালী সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট (দ্রুত বিচার) আদালতের পিটিশন মামলা নং ৪৩৬/২০২১) তদন্ত কাজ আজ মামলার ঘটনাস্থল ও স্থানীয় গ্লোব বাজারে শেষ হয়েছে। এই গুরুত্বপূর্ণ তদন্তটি করেন নোয়াখালীর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ.এম.এম.সাইফুল ইসলাম খাঁন। এ সময় উনার সাথে উপস্থিত ছিলেন চরজব্বার থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক তরিক খন্দকার। অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের মধ্য উপস্থিত ছিলেন ০২ নং চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, সুবর্ণচর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শামসুজ্জামান নিজাম ও উপজেলার বিভিন্ন নামী-দামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিগণ, সুবর্ণচর প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক কামাল চৌধুরী, সুবর্ণ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাষ্টার আবদুল কাইয়ুম, সুবর্ণচর উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইমাম উদ্দিন সুমন,সাংবাদিক আরিফ সবুজ,সাংবাদিক ইউনুছ শিকদার,সাংবাদিক দেলোয়ার ইবনে হোসেন,সাংবাদিক আবদুল আজিজ,সাংবাদিক ইব্রাহিম খলিল শিমুল,সাংবাদিক মহি উদ্দিন রাসেল।এছাড়াও মামলার বাদী-বিবাদী ও ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী, এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে মামলার তদন্ত কাছে সহযোগীতা করেন। মামলার তদন্ত শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের তদন্ত কর্মকর্তা জানান, এ মামলার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো জানান, আজ থেকে এ মামলার বাদী-বিবাদী উভয় পক্ষ এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তা শক্ত হাতে দমন করা হবে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সবাইকে আহবান জানান।উল্লেখ্য, তদন্তের সময় তদন্ত কর্মকর্তার নিকট মামলার এজাহারে উল্লেখিত হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেন উক্ত ঘটনার একাধিক প্রত্যক্ষ স্বাক্ষী।
১৩ views