ঝন্টু কেশবপুর যশোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ যশোরের কেশবপুরে যৌত্যুকের দাবীতে এক গৃহবধূকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় গৃহবধূকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এলাকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলার গোবিন্দপুর গ্রামের রিয়াজ উদ্দিনের কন্যা সাবিনা ইয়াসমিনের সাথে চিংড়া গ্রামের মৃত আমজাদ আলীর পূত্র আবুল কালাম আজাদের সাথে ০৮/১০/২০১০ সালে এক লক্ষ দেনমোহরানা ধার্য্যে ইসলামী শরীয়ামতে বিবাহ হয়েছিল। বিবাহের সময় রিয়াজ উদ্দিন তার জামাই আবুল কালাম আজাদকে ২ লক্ষাধিক টাকার মালামাল প্রদান করেন। তাদের বর্তমানে ৫ বছরের বয়সের নাজমুস সাকিব নামে পূত্র সন্তান রয়েছে। পরবর্তীতে আবুল কালাম আজাদ তার ছোট ভাই তরিকুল ইসলামের সহযোগিতায় ৩ লক্ষ টাকা যৌত্যুকের দাবিতে বিভিন্ন সময় গৃহবধূ সাবিনা ইয়াসমিনের উপর শারিরীক ও মানষিক নির্যাতন করতে থাকে। কিন্তু উপায়ান্ত না পেয়ে সাবিনা ইয়াসমিন তার শিশুপূত্র নাজমুস সাকিবকে সাথে নিয়ে পিতার বাড়িতে যেয়ে বসবাস করতে থাকে। গত ১৬ অক্টোবর রাত ৯ টার দিকে আবুল কালাম আজাদ ও তার ছোট ভাই তরিকুল ইসলাম ঐ ৩ লাখ টাকা যৌত্যুকের দাবীতে গৃহবধূ সাবিনা ইয়াসমিনকে তার পিতৃলয়ে এসে বেগম মারপিট করে অপহরণের চেষ্টা করে। গৃহবধূ সাবিনা ইয়াসমিনের আত্নচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে খুন-জখমের হুমকী দিয়ে তারা পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় এলাকাবাসি গৃহবধূ সাবিনা ইয়াসমিনকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল।
৮ views