মোঃ ঝুমন মিয়া সোনারগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ভুয়া পুলিশ পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে সোনারগাঁ আকাশ মিডিয়ায় তথ্য সংগ্রহ কালে এক যুবক আটক হয়।নারায়ণগঞ্জ ,সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা আকাশ মিডিয়া অদ্য ১৮ ই অক্টোবর (সোমবার) রাত ৭.৩০ মি. বিকাশে টাকা লেনদেনের সময় বিকাশের মালিক মিঠু আহমেদকে বিকাশ সংক্রান্ত নানা তথ্য জিজ্ঞাসা করলে বিকাশ মালিকের সন্দেহ হয়। এ সময় পাশে থাকা সাংবাদিক দেলোয়ার এর তার কথা শুনে সন্দেহ হয় ফলে তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে সোনারগাঁ থানার সাব ইন্সপেক্টর ( এসআই) এর পরিচয় দেয়। তাকে সোনারগাঁ থানায় কতদিন যাবৎ চাকরিতে আছে জিজ্ঞাসা করলে সে বলে মাসেক খানিক , তাকে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান এর ফটো দেখানো হয়, সে শব্দ হীন হয়ে যায়,এমতাবস্থায় আশেপাশে থাকা জনতার ভিড় হয়ে গেলে তাকে উদ্ধার করে পৃথক একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। তার পরিচয় জিজ্ঞাসা করলে সে শানারপার সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন এলাকার পরিচয় দেয়, এবং তার পরিবার সম্পর্কে জানতে চাইলে সে বলে তারা দুই ভাই এক বোন সে ছোট তার বড় ভাই একজন সিআইডিতে আছে তার নাম্বার চাইলে সে ভুয়া নাম্বার প্রদর্শন করে। এমনিভাবে তার সকল প্রশ্ন উত্তর সঠিক ছিল না। তার সঙ্গে থাকা দুটি মোবাইল ও অনেকগুলো মোবাইল সিম পাওয়া যায়।এ সময় সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর এসআই রাকিব উপস্থিত হয়। তাকে নানা রকম প্রশ্ন করে যখন বুঝতে পারল সে উদ্দেশ্য মূলক বিশাল চক্রের মাধ্যমে সোনারগাঁয়ে আকাশ মিডিয়া বিকাশের দোকানে ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে নানা প্রশ্ন করতে থাকে। তখন তাকে হাতে হ্যান্ডকাফ পরিয়ে সোনারগাঁ থানায় নিয়ে যাওয়া হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, আমি জিজ্ঞাসা করেছি এবং বুঝতে পেরেছি সে সোনারগাঁয়ে বড় একটি চক্রের মাধ্যমে ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে এসেছে আমরা আরো তদন্ত করে আইনি ব্যবস্থা নিব।