“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গনতন্ত্রের রক্ষাকবচ”এই শ্লোগানকে সামনে রেখে, সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক- সুজন গোপালপুর শাখার আয়োজনে (২৩ অক্টোবর) শনিবার সকালে গোপালপুর থানা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুশাসনের জন্য নাগরিক- সুজন গোপালপুর শাখার সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, সুজন সুশাসনের জন্য নাগরিক টাঙ্গাইল জেলা কমিটির যুগ্ন সম্পাদক সন্তোষ কুমার দত্ত, পিএফজি সদস্য মোঃ শাহজাহান ভিপি, পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সমেরেন্দ্র নাথ সরকার বিমল, হিন্দু বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিশদ এর উপজেলা কমিটির সভাপতি হরিপদ দে মঙ্গল , পিএফজি সদস্য অধ্যাপক আব্দুর রহিম, মাদ্রাসা শিক্ষক সমিতির সম্পাদক খন্দকার মশিউর রহমান শামীম, সুজন সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন, খন্দকার ওয়াদুদ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মুহাম্মদ সাইফুল ইসলাম, জাতীয় পার্টির উপজেলা কমিটির সদস্য সচিব মোঃ খাইরুল ইসলাম রঞ্জু প্রমুখ। মানববন্ধনে শিক্ষক,সাংবাদিক, জনপ্রতিনিধি,রাজনীতিবিদ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক গোপালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক।