কাশিয়ানী গোপালগঞ্জ প্রতিনিধি ইমরান শেখ দৈনিক শিরোমণিঃ “সবার জন্য সুস্থ দৃষ্টি” এমন প্রতিপাদ্যোকতাকে সামনে রেখে খ্রিঃ ২৬ অক্টোবর ২০২১ইং মঙ্গোলবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা পরিষদ অডিটোরিয়াম ভবনে কশিয়ানী উপজেলা প্রশাসনের সহযোগীতায়, খ্রীষ্টিয়ান সার্ভিস ইন্টারন্যাশনাল ( সি. এস. আই) এর ব্যবস্থাপনায় বিনামূল্যে চোখের ছানি (IOL) অপারেশন শিবির অনুষ্ঠিত হয়।এসময় বিনামূল্যে চোখের ছানি (IOL) অপারেশন শিবির পরিচালোনায় উপস্থিত ছিলেন, দৃষ্টিদান চক্ষু হাসপাতালের ম্যানেজার এ.এম. রফিকুল ইসলাম।তিনি জানান, আমরা খ্রীষ্টিয়ান ইন্টারন্যাশনাল (সি.এস.আই) এর ব্যবস্থাপনার মাধ্যমে পুরোপুরিভাবে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করেথাকি। যাদের অপারেশনের প্রয়জন হয় আমরা তাদেরকে নিজস্ব ভ্যানেকরে দৃষ্টিদান চক্ষু হাসপাতাল, বাগেরহাটে নিয়েগিয়ে সম্পুর্ন বিনামূল্যে অপারেশন ও ঔষধ প্রদান করি। এসময় দেখতে পাওয়া যায় যে, উপজেলার বিভিন্ন স্থান থেকে বিনামূল্যে চক্ষুসেবা নিতে উপস্থিত হন অসংখ্য লোকজন।উপস্থিতি সেবা গ্রহীতারা বলেন, বিনা মূল্যে চক্ষু সেবার কারনে আমরা আনেক দুর থেকে চক্ষুসেবা নিতে এসেছি। এখানে আনেক লোক। আমরা কৃতজ্ঞতা জানাই কাশিয়ানী উপজেলা প্রশাসন ও চক্ষুদান হাসপাতাল, বাগেরহাটকে। তাদের এমন উদ্যোগের জন্য আমরা বিনামূল্যে চক্ষুসেবা পেয়েছি।
১০ views