উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট)প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ দেশের বিভিন্ন স্থানে চলমান সংখ্যা লঘু সম্প্রদায়ের মন্দির ভাংচুর,বাড়ি-ঘরে অগ্নি সংযোগ,লুটপাট,নারি ধর্ষণ,সংখ্যা লঘুদের ব্যাবসা প্রতিষ্ঠানের উপর হামলা সহ বিভিন্ন নির্যাতনের প্রতিবাদে কচুয়া মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠান হয়েছে।চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ও এই স্লোগানকে সামনে রেখে ২৬ অক্টোবর মঙ্গলবার বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনের সড়কে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও জাতীয় হিন্দু মহাজোট কচুয়া উপজেলা শাখা কমিটির নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায় সহ বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহন করে।এ সময় বক্তারা প্রতিবাদ সমাবেশ থেকে অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি তোলেন।এ দিন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কচুয়া উপজেলা শাখা কমিটির সভাপতি সুবোধ চন্দ্র সাহা,সাধারণ সম্পাদক মিনাল কান্তি মৈত্র,সাংগঠনিক সম্পাদক দিব্যন্দু শিকদার খোকন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কচুয়া শাখা কমিটির সভাপতি দিলাম কুমার মল্লিক,সাধারণ সম্পাদক পুলিন বিহারী সাহা,কচুয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল রানি মন্ডল,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কচুয়া সদর ইউনিয়নের সভাপতি কৃপা সিন্ধু সাহা,সাধারণ সম্পাদক সন্জিত সাহা,বাঁধাল ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দাস,শিবপুর মন্দির কমিটির সভাপতি সুবোধ চন্দ্র সাহা ও মন্দিরের সহ-সভাপতি বাসুদেব প্রমুখ। এদিন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে একাত্ব্যতা প্রকাশ করে বক্তব্য দেন কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম(খোকন)।এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের কচুয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাচান (কচি), কচুয়া উপজেলা আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক গোলাম শোকরানা রাব্বানী আজাদ বালী,বাংলাদেশ আওয়ামী মহৎজীবি লীগের কচুয়া উপজেলা শাখার সভাপতি মোঃরিপন শিকদার সহ কচুয়া প্রেসক্লাবের সভাপতি খন্দকার নিয়াজ ইকবাল,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার যুগ্ম আহবায়ক সাংবাদিক দিহিদার জাহিদুল ইসলাম(বুলু),সদস্য সচিব সাংবাদিক সূর্য্য চক্রবর্তী,সদস্য সাংবাদিক উজ্জ্বল কুমার দাস প্রমুখ।
৩ views