1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন

দির্ঘ ১৮বছর পর হচ্ছে ৩নং বানেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন

মোঃ আমজাদ রাজশাহী প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
মোঃ আমজাদ রাজশাহী প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মামলা জটিলতার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৮ বছর পর হতে যাচ্ছে রাজশাহী পুঠিয়া উপজেলার ৩নং বানেশ্বর ইউনিয়ন পরিষদের নিবার্চন।  পৌরসভা নয়, ইউনিয়ন পরিষদই রাখার দাবিতে ইউপি নির্বাচন স্থগিতের মামলা দায়ের করেন ৩নং বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুলতান আলী । সেই জটিলতা কাটলো মামলা দায়েরের প্রায় ১৮ বছর পর। মামলাটি খারিজ হওয়ায় ভোটগ্রহণে এখন আর কোনো আইনি বিধি নিষেধ থাকলো না।এদিকে দীর্ঘ  ১৮ বছর পর ৩নং বানেশ্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ খবর ছড়িয়ে পড়েছে ৩নং বানেশ্বর ইউনিয়ন জুড়ে।এব্যাপারে ৩নং বানেশ্বর ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আব্দুস সামাদ বলেন, ৩নং বানেশ্বর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ সুলতান আলীর দায়েরকৃত ভোটগ্রহণ স্থগিত মামলাটি গত ৬ই সেপ্টেম্বর-২১ তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগ খারিজ করে দিয়েছেন। এরপর আবারও ৩নং বানেশ্বর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোঃ সুলতান আলী ৭ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আপিল করেন।গত ২৯শে সেপ্টেম্বর আপিলের শুনানি হয়। শুনানি শেষে সুপ্রিম কোর্ট বর্তমান চেয়ারম্যান মোঃসুলতান আলীর দায়েরকৃত আপিলটি খারিজ করে দেওয়ায় ৩নং বানেশ্বর ইউনিয়ন  পরিষদের ভোটগ্রহণে আর কোনো  আইনি বিধি নিষেধ নেই। তবে, যেহেতু মামলাটি ছিল পৌরসভা ঘোষণা বাতিলের, আর এখন সেই মামলা খারিজ হয়েছে। তাই নিয়ম অনুসারে এটা ইউনিয়নের পরিবর্তে পৌরসভা এলাকা হবে। তবে স্থানীয়দের দাবিতে প্রশাসনিক ভাবে বানেশ্বর এলাকাটি ইউনিয়ন পরিষদ রাখার পক্ষে কাজ করা হচ্ছে বলে জানান তিনি। আরিফুল ইসলাম নামের একজন বলেন এলাকার মানুষ ১৮ বছর পূর্বে এখানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে  ভোট দিয়েছিল। এখন এই এলাকার ভোটার প্রায় পূর্বের তুলনায় দ্বিগুণ হয়েছে। এই এলাকার অধিকাংশ সাধারণ মানুষ  ৩নং বানেশ্বর ইউনিয়ন পরিষদের  জনপ্রতিনিধিদের কাজ-কর্মে অতিষ্ঠ। জনপ্রতিনিধিরা মামলার অযুহাতে দীর্ঘদিন তাদের একক ক্ষমতা ধরে রেখেছেন।প্রয়োজনীয় কাজ নিয়ে পরিষদে এলে চেয়ারম্যান ও সাধারণ সদস্যদের পাওয়া যায় না। বানেশ্বর ইউপি’র মেয়াদ উর্ত্তীণ চেয়ারম্যান মোঃ সুলতান আলী বলেন, মামলাটি খারিজ হওয়ার বিষয়টি শুনেছি। তবে এখানে পৌরসভা না ইউনিয়ন থাকবে সেটা এখনো ঠিক হয়নি। তিনি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতার পক্ষে বিশ্বাসী।বর্তমানে এই এলাকা পরিচালনা করার মত আমার চেয়ে দায়িত্ববান আর কেউ নেই। যার কারণে আমার নিজের অর্থ খরচ করে মামলা চালিয়েছি।= আর এলাকার জনগণের সেবা করে আসছি। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, মামলা জটিলতার কারণে ৩নং বানেশ্বর ইউনিয়ন পরিষদের  ভোট গ্রহণ দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। সেখানে নির্বাচন দিতে আমাদের পক্ষ থেকে কোনো বিধি নিষেধ নেই। তবে এখানে পৌরসভা বা ইউনিয়ন হবে সে বিষয়ে কোনো সুস্পষ্ট  কাগজপত্র আমাদের কাছে  আসেনি। আর ভোট যে টাই হউক আমরা প্রস্তুত আছি।  আমাদের কাছে সুস্পষ্ট   নির্দেশনা এলে অবশ্যই সেখানে ভোটগ্রহণ করা হবে।
Facebook Comments
৪ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি