বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় (২৪ অক্টোবর) শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত গট্টি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও গট্টি নিউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি মোঃ খোরশেদ খান।
এ সময় তিনি ১৪ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন, ওলিয়ার খান, জগদীস মন্ডল, তনু মন্ডল, সচীন রায়, বিনো মন্ডল, সোবাহান খান সোহেল রানাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ এবং বিহিতপূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
করোনা পরিস্থিতিতে এবার সরকার ও পূজা উদযাপন পরিষদের নির্দেশনা মেনে চলতে হচ্ছে। শরীরের তাপমাত্রা মেপে মন্দিরে প্রবেশ করানো হয়। সামাজিক দূরত্ব মানতে বিশেষ ব্যবস্থা রয়েছে। মাস্ক ছাড়া কাউকেই মণ্ডপ এলাকায় ঢুকতে দেয়া হয়নি। প্রতিটি মন্ডপে পুলিশ, আনসারসহ মন্ডপ কমিটির সদস্যরা নিরাপত্তা বিধানে দায়িত্ব পালন করছেন।
মন্ডপ পরিদর্শনে মোঃ খোরশেদ খান প্রতিটি মন্ডপ কমিটির খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তাও প্রদান করেন, এ মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ।