ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ দাকোপ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে ২৮/১০/২০২১ খ্রিঃ তারিখ ১৭.৪৫ টার সময় মামলার ঘটনাস্থল দাকোপ থানাধীন ৮নং বাজুয়া ইউনিয়নের হরিণটানা গ্রাামস্থ ত্রিমোহনি হইতে বাজুয়া গামী রাস্তার উত্তর পাশে জনৈক পরিক্ষীত রায়ের মুদির দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে আসামী ১। তাপস মন্ডল (৫০) পিতা-মৃত মহেন্দ্রনাথ মন্ডল, মাতা-রেনুকা মন্ডল, ২। দিপংকর বৈদ্য (২৭) পিতা-মৃত গুরুপদ বৈদ্য, মাতা-কমলা বৈদ্য, উভয় সাং-হরিণটানা, থানা-দাকোপ, জেলা-খুলনাদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের হেফাজত হতে সর্বমোট ৩০০+২০০=৫০০ (পাঁচশত) গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা প্রত্যেকে বের করে দেন। এসআই (নিঃ) সৌরভ কুমার দাস উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সংক্রান্তে ২৮/১০/২০২১ তারিখ ১৮.০৫ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় উপরোক্ত আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) সৌরভ কুমার , জেলা ডিবি, খুলনা বাদী হয়ে দাকোপ থানার মামলা নং-১৭, তারিখ- ২৮/১০/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন। উল্লেখ্য যে, আসামী তাপস মন্ডল (৫০) এর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাসহ মাদক আইনে মামলা রয়েছে।