রহমতউল্লাহ নওগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁ জেলা শহর- সড়কের দুই পাশে রয়েছে হাজার দোকানপাঠ , ব্যবসাপ্রতিষ্ঠান, ,শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা, বাজার, হাসপাতাল, ক্লিনিকসহ অসংখ্য স্থাপনা। যার ফলে যানবাহন ও মানুষের চাপে এই সড়কে যানজটের চিত্র প্রতিদিনের। এতে করে সড়কটি ব্যবহারকারীদের পোহাতে হয় চরম দুর্ভোগ- ভোগান্তি। দুর্ভোগ-ভোগান্তি থেকে রেহাই পেতেই যানজট নিরসনে শহরের ভিতর দিয়ে চার লেনের সড়ক তৈরির প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ। সড়কের দুই পাশে সড়ক প্রশস্ত করন এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯৩৬ কোটি টাকা। স্থানীয় সচেতন মহল বলছেন, উদ্যোগ নেয়া এ প্রকল্প বাস্তবায়ন হলে নওগাঁবাসীর দীর্ঘদিনের চরম দুর্ভোগ কমে আসবে। দীর্ঘদিন ধরে যানজটে অতিষ্ঠ নওগাঁবাসী। আর দীর্ঘদিনের এ ভোগান্তির অবসান ঘটাতে মূল সড়ক ও অন্যান্য অবকাঠামো উন্নীত করার মেগা প্রকল্প তৈরি করা হয়েছে। স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের তথ্যমতে, বৃহৎ এ মেগা প্রকল্পে থাকবে ৪ টি ফুটওভার ব্রিজ, ১০টি মিনি বাসস্টপ, ১৪ টি কালভার্ট, ফুটপাত ও উন্নত ড্রেনেজ ব্যবস্থাসহ আধুনিক সব সড়ক কাঠামো ব্যবস্থা। মূল সড়ক ও অন্যান্য অবকাঠামোসহ মোট ৮০ফুট প্রশস্ত হবে বর্তমান সড়কটি। নওগাঁ শহরের ঢাকা মোড় হয়ে বৃটিশ আমলে নির্মিত প্রাচীন লিটন ব্রিজ থেকে বাটার মোড়, সরিষাহাটির মোড়, মহিলা কলেজ মোড়, মুক্তির মোড়, কাজীর মোড়, দয়ালের মোড় হয়ে নওগাঁ- রাজশাহী সড়কের চৌমাশিয়া পর্যন্ত ১৬কিলোমিটার চার লেনের এ সড়ক বাস্তবায়ন করার উদ্যোগ নেয়া হয়েছে ।দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসানের উদ্যোগ নেয়ায় খুশি স্থানীরা, তারা বলছেন দ্রুত প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের। নওগাঁর শহরের মাষ্টার পাড়া মহল্লার স্থানীয় এক বাসিন্দা বলেন, আমাদের নওগাঁ শহরটি অনেক প্রাচীন হলেও এখানে মানুষের বসবাস যেভাবে বেড়েছে, সে তুলনায় রাস্তাঘাট ও আধুনিক নাগরিক সুযোগ-সুবিধার খুবই অভাব রয়েছে। বিশেষ করে শহরের যানজট। আশা করছি দ্রুত শহরের যানজট নিরসনে প্রকল্প বাস্তবায়ন করা হবে।আর এক জনের সাথে কথা বল্লে জানান, রাজশাহী বিভাগ ১১টি উপজেলা নিয়ে গঠিত সবচেয়ে বড় জেলা নওগাঁ। প্রায় ৩০লক্ষ মানুষের বসবাস এ জেলায়। প্রতিদিন নওগাঁ শহরের মধ্যে হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। শহরের ভিতর দিয়ে যে প্রধান রাস্তা তা অনেক ছোট । তাই যানজট লেগেই থাকে। বর্তমানে যে মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে তা খুবই ভালো একটি উদ্যোগ বলো মনে করি ও ভোগান্তি কমে যাবে। যতদ্রুত সম্বব এই প্রকল্প বাস্তবায়ন করা হোক এটাই প্রত্যাশা করছি।জনপথ বিভাগ নওগাঁর নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান এর সাথে কথা হলে তিনি জানান, নওগাঁ শহরের যানজট নিরসনে ১৬ কিলোমিটার চার লেন সড়ক উন্নয়নের জন্য ৯৩৬ কোটি টাকার মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে। গত সপ্তাহে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর সচিব মো: নজরুল ইসলাম মহোদয় নওগাঁয় এসে পরিদর্শন করে গেছেন। এখন একনেক সভায় অনুমোদন হলেই অচিরেই তা বাস্তবায়ন কাজ শুরু হবে। আশা করছি খুব দ্রুতই অনুমোদন দেয়া হবে। বৃহৎ এ প্রকল্পের মধ্যে প্রায় সাড়ে ৬শ’ কোটি টাকা জমি অধিগ্রহণ ও ক্ষতিকরণ বাবদ ব্যয় ধরা হয়েছে। এছাড়া ৩শ’ ৩৬কোটি টাকা উন্নয়ন কাজে ব্যয় করা হবে। প্রকল্পে থাকবে চার লেনের রাস্তা, ৪ টি ফুটওভার ব্রিজ, ১০ টি মিনি বাসস্টপ, ১৪ টি কালভার্ট, ফুটপাত ও উন্নত ড্রেনেজ ব্যবস্থাসহ আধুনিক সব সড়ক কাঠামো ব্যবস্থা
২৬ views