রেদোয়ান হাসান সাভার প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ সাভারের আশুলিয়ায় দলের গঠনতন্ত্রের নিয়মের তোয়াক্কা না করে কোটি টাকার পদ বাণিজ্য ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিএনপির লোকদের নিয়ে আওয়ামী লীগের কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষব্ধ হয়ে উঠেছেন স্থানীয় নেতাকর্মীরা। সদ্য ঘোষিত ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কমিটিতে বিতর্কিতদের স্থান দেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে পাশ কটিয়ে সাধারণ সম্পাদক নিজের একক কতৃত্বে প্রতিটি ওয়ার্ডের কমিটি ঘোষণার পর থেকে এনিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অভিযোগ উঠেছে, মোটা অংকের টাকার বিনিময়ে বিতর্কিতদের কমিটিতে স্থান দেয়ার। এসব কমিটি গঠনের নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এখন থানা আওয়ামী লীগের শীর্ষ নেতার বিরুদ্ধে।এর প্রতিবাদে গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের নরসিংহপুরে স্ট্যান্ডে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচী পালন করেছেন নেতাকর্মীরা। গঠনতন্ত্র বহির্ভূতভাবে কমিটি গঠনের অনিয়মের বিষয়টি ইতোমধ্যে অবগত হয়েছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও।নেতাকর্মীরা জানান, দলের গঠনতন্ত্রের নিয়ম লঙ্ঘন করে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল কদির দেওয়ানকে পাশ কাটিয়ে একক সাক্ষরে এসব কমিটির অনুমোদন দেন সাধারণ সম্পাদক মজিবর রহমান শাহেদ। গত ১৯ অক্টোবর ১নং ওয়ার্ডে সম্মেলন করে সেখান থেকে ইউনিয়নের অবশিষ্ট ৮টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ নেতা শাহেদ। যাদের অনেকেই সরাসরি বিএনপির রাজনীতির সাথে যুক্ত। থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন ও ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান শাহেদ টাকার বিনিময়ে ভয়ঙ্কর পদ বাণিজ্য শুরু করেছেন বলে অভিযোগ করে তারা।ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদির দেওয়ান বলেন, ওয়ার্ডে কমিটি গঠন কার্যক্রম শুরু হলে থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিনের নির্দেশে তাকে বাদ দিয়ে এককভাবে কমিটি গঠন শুরু করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিরব রহমান শাহেদ। দলের নিয়ম ভঙ্গ করে যাদের ওয়ার্ড কমিটিগুলো স্থান দেয়া হয়েছে তাদের প্রত্যেকেই বিতর্কিত, প্রশ্নবিদ্ধ, কেউবা বিএনপির পদধারী নেতা। দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে টাকা বিনিময়ে বিতর্কিত ব্যক্তি ও বিএনপির লোকদের কমিটিতে স্থান দিয়ে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে দূর্বল করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ইয়ারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে সাধারণ সম্পদকের দায়িত্ব পাওয়া সোহরাব সরকার শ্রমিক দলের আশুলিয়া থানা কমিটির যুব বিষয়ক সম্পাদক। ৩নং ওয়ার্ডে সভাপতির দায়িত্ব পেয়েছেন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এন্তাজ পালোয়ানের ছেলে বিএনপি কর্মী ইউনুছ পালোয়ান। ৯নং ওযার্ডে সভাপতির পদ পেয়েছেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা।