এস এ ডিউক ভূঁইয়া-
তিতাস(কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলার আসন্ন ৫ নং কলাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন কলাকান্দি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো.ইব্রাহিম সরকার।৩ নভেম্বর বুধবার বেলা আড়াই টায় মাছিমপুর বাজার থেকে গণসংযোগ শুরু করে দড়িমাছিমপুর,কলাকান্দি,হাড়াইকান্দি,কালাচান্দকান্দিখানে বাড়ি,আফজলরকান্দি,মীর বহরি গ্রাম হয়ে কলাকান্দি বাজারে এসে এই গণসংযোগ শেষ করেন কলাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো.ইব্রাহিম সরকার।এসময় তিনি বলেন,মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে মাঠ থেকে আমাকে সড়ানো সম্ভব নয়।আমি ইব্রাহিম সরকার এক মাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই না।মামলা- হামলা করে মাঠ থেকে আমাকে সড়ানো যাবে না।আগামী ১১ নভেম্বর ভোটের মাধ্যমে তাঁর জবাব দিবে কলাকান্দি ইউনিয়নের জনগণ।কলাকান্দি ইউনিয়নের জনগণের পাশে ছিলাম এবং থাকবো ইনশাল্লাহ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক এম এ করিম মুন্সী,আব্দুর রব মেম্বার,বাবুল মাস্টার,মাসুক মুন্সী,মো.জসিম উদ্দিন,মো.বশির আহমেদ,শাহ জালাল মুন্সী,মো.কামাল হোসেন,মো.আনিস মোল্লা,
মো.গিয়াস উদ্দিন,মাওলানা আব্দুল আউয়াল,মোকবুল হোসেন,কামাল হোসেন,উজ্জ্বল সরকার,ফরিদ মিয়া,জাকির হোসেন,আল মামুন,গোলজার হোসেন সরকার,কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো.ইকবাল হোসেন সরকার,মো.বিল্লাল হোসেন,
মো.আক্তার হোসেন,ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম মুন্সী,কলাকান্দি ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মো.মিজানুর রহমান মিজান,নুরে আলম,
জামাল হোসেন সরকার,আবুল কাসেম,রৌশন আলী,ছাত্রলীগ নেতা মো.জাহিদ হাসান,
মো.পারভেজ হোসেন,আহমেদ শেখ ফরিদ,নিলয় হাসান,
মো.সেলিম,মো.রুবেল,রাসেল ও রফিকসহ কয়েক হাজার মানুষ।