1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

শ্রীপুরে এএসএম কেমিক্যাল কারখানায় ফের ভয়াবহ অগ্নিকান্ড

গাজীপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
গাজীপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ গাজীপুরে শ্রীপুরে এএসএম কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড কারখানায় ফের ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের ওই কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জয়দেবপুর, শ্রীুপরের মাওনা এবং ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কর্মীরা প্রায় ৪ ঘন্টা চেষ্টা করে রাত সাড়ে ১১ টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিএডি) আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।কারখানার সিনিয়র ব্যবস্থাপক (প্রশাসন) রেজাউল করিম জানান, দুপুর দুইটা থেকে রাত ১০টার শিফটের কাজ চলছিল। কারখানার বিভিন্ন প্লান্টে ৪০ থেকে ৫০ ফুট উচ্চতার ৯টি বিশাল আকৃতির কেমিক্যালের ট্যাংক রয়েছে। ওইসক ট্যাংকে প্যারিফাইন জাতীয় তরল দাহ্য পদার্থ রাখাছিল। এ কারখানায় প্রায় ৩শ’ শ্রমিক রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেমিক্যাল ভর্তি ট্যাংকের পার্শ্ববর্তী এসবিপি প্লান্টে (বিøচিং পাউডার প্লান্ট) থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা কেমিক্যালের ওইসব ট্যাংকে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। এসময় কারখানার বিভিন্ন যন্ত্রপাতি, প্লান্টে থাকা মেশিনপত্রসহ কেমিক্যাল সামগ্রী বিকট শব্দে বিস্ফোরণ হলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। আগুনের ভয়াবহতা দেখে কারখানার পার্শ্ববর্তী ভবনগুলোর বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। কারখানার কর্মীরাও দ্রæত নিরাপদ দুরত্বে সরে যায়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, খবর পেয়ে শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের গাজীপুর ও ময়মনসিংহের ভালুকা ষ্টেশনের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় চার ঘন্টা পর রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে পুরোপুরি নেভাতে গভীর রাত পর্যন্ত কাজ করছিল ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকান্ডের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।উল্লেখ্য, চলতি বছরের ১১ ফেব্রæয়ারি একই কারখানায় হাইড্রোজেন পার অক্সাইড প্লান্টে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় চারজন নিহত এবয় বেশ কয়েকজন দগ্ধ ও আহত হয়।
Facebook Comments
৭ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি