রহমতউল্লাহ নওগাঁ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। ১০ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খান, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুনিরুল ইসলাম সাজু। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২শ জন কৃষকের মাঝে গম, সরিষা, ভুট্রা, সূর্য্যমুখী, চিনাবাদাম, শীত কালিন পেঁয়াজ, মুগ ডালসহ সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী বলেন, সরকারি লক্ষ্যমাত্রা অর্জনে দেশে ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার কৃষকের মাঝে পর্যায়ক্রমে এই প্রণোদনা বিতরণ করা হবে।
৩ views