শহিদুল ইসলাম, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
সনাতন হিন্দুধর্ম অবলম্বীদের মহাউৎস শ্রী শ্রী শারদীয় দূর্গাপুজা উপলক্ষে আজ রবিবার বিদায়ী নবমীতে, আসন্ন নগরকান্দা পৌরসভার মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান মিঠু ও তার সহস্রধিক সমার্থকেরা পুজামন্ডব পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন নগরকান্দা ২নং ওয়ার্ডে কাউন্সিলর নগরকান্দা থানা শ্রমিকলীগ এর সভাপতি লিয়াকত হোসেন ও প্রাক্তন কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন পৌর যুবলীগ এর প্রচার সম্পাদক তরুণ পোদ্দার সহ স্থানীয় গন্যমান্য মুরব্বি ও যুবকেরা। কামরুজ্জামান মিঠু নগরকান্দার পৌর এলাকায় আয়োজিত ১০টি পুজামন্ডবের পুরোহিতদের সন্মানার্থে মন্দির পূজা কমিটিকে প্রদান করেন।
তিনি তার শুভেচ্ছা বক্তব্যে বঙ্গবন্ধুর মতাদর্শের সোনার বাংলা গোড়ে তোলার প্রত্যয়ে দলমতের উর্ধেথেকে সকল ধর্মের ভাত্রিদ্বয়কে সমুন্নত রাখার সকলের প্রতি আহবান জানিয়েছেন। সে সময়ে ছোট বেলার স্মৃতি রোমন্থন করে প্রয়ত হিন্দু গুরুজন ও সুশীল বন্ধুদের কথা স্বরণ করেন।