উজ্জ্বল কুমার দাস(কচুয়া,বাগেরহাট)প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা মো: মুনসুর আলী কোটাল (৭২) দৈবজ্ঞহাটি বাজারে ব্রীজের নিকট হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন। বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৪টায় তাদের পারিবারিক ঈদগাহ ময়দানে রাস্ট্রিয় মর্যাদায় গার্ড অব অর্নার শেষে ঐ একই স্থানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজস্ব পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ও ৩ পুত্র সন্তান রেখে গেছেন। তিনি কচুয়া উপজেলার পিংগড়িয়া গ্রামের মৃত: মো: মোন্তাজ আলী কোটাল এর পুত্র।এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার,কচুয়া উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল,কচুয়া থানা অফিসার্স ইন চার্জ(ওসি) মো: মনিরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম(খোকন),যুগ্ম সম্পাদক শিকদার কামরুল হাসান কচি,যুগ্ম সম্পাদক মো: মোস্তফিজুর রহমান,উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ শিকদার হাবিবুর রহমান, চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আলতাপ হোসেন কোটাল, বীর মুক্তিযোদ্ধা মো: বেলায়েত হোসেন কোটাল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোতোয়াল ইলিয়াস আহম্মেদ সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধাগন।
৩৫ views