মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ সুনামগঞ্জ জেলার সর্বোচ্চ তরুণ করদাতার সম্মাননা পেয়েছেন মোঃ জহিরুল হক। তিনি সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়রর সহসভাপতি ও সুনামগঞ্জস্থ দোয়ারাবাজার কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল হকের সন্তান। সম্প্রতি সরকার ঘোষিত সিটি কর্পোরেশন/জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা বিধান-২০০৮ অনুযায়ী ২০২০-২১ কর বর্ষে সর্বোচ্চ প্রদানকারী তরুণ করদাতা ক্যাটাগরিতে চূড়ান্ত ভাবে মনোনীত হন জহিরুল হক।বুধবার সকাল এগারোটায় সিলেট কর অঞ্চল সার্কেল ১৮, ১৯ ও ২০ এর আয়োজনে সুনামগঞ্জ জেলা শহরের প্রিয়াঙ্গন মার্কেটস্থ উপ কর কমিশনারের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার, সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট কর অঞ্চল সার্কেল ১৮ এর অতিরিক্ত সহকারী কর কমিশনার সালেহ আহম্মেদ, সার্কেল -২০ এর অতিরিক্ত সহকারী কর কমিশনার মোঃ ফখরুজ্জামান, সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রত্না সাহা, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কাশেম মোঃ মহিম, জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম সেলিম, কর পরিদর্শক ছালাহ উদ্দিন, কর পরিদর্শক বাবুল কান্তি দাশ প্রমুখ।উল্লেখ্য, জেলা পর্যায়ে এবার সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা হিসেবে দিলশাদ বেগম চৌধুরী, মোঃ সাদেকুর রহমান, অমল কান্তি চৌধুরী, সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা হিসেবে মোছাম্মৎ ছাইদা বানু, সর্বোচ্চ তরুণ কর প্রদানকারী করদাতা হিসেবে জহিরুল হক, দীর্ঘমেয়াদী কর প্রদানকারী করদাতা হিসেবে প্রজেশ পাল চৌধুরী, মলয় ভূষন রায় পুরষ্কার ও সম্মাননা পেয়েছেন।
০ views