জোবায়ের ফরাজী,বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বাগেরহাটের মোংলায় কলকারখানায় শান্ত পরিবেশ সৃষ্টি ও শ্রমজীবী মহিলাদের সুবিধার্থে হোস্টেল ও শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গণভবন থেকে রাজধানীর ওসমানী মিলনায়তনের মূল অনুষ্ঠানে যুক্ত থেকে মোংলা পৌর এলাকার শ্রম কল্যাণ রোডস্থ শ্রম কল্যান ভবনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বুধবার সকালে তিনি এটির উদ্বোধন করেন।মোংলাস্থ শ্রম কল্যান ভবনে উদ্বোধন কালে অনান্যের মধ্যেে উপস্থিত ছিলেন,মোংলা পোর্ট পৌরসভার মেয়র শেখ আঃ রহমান,মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার,মংলা উপজেলা আ’লীগের সভাপতি শুনিল বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম প্রমুখ।এসময় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারখানা মালিক ও শ্রমিকদের দিকনির্দেশনা মূলক উপদেশ দেন।তিনি বলেন, ‘কারখানা মালিকদের সবসময় মনে রাখতে হবে এই শ্রমিকরা শ্রম দিয়েই তাদের কারখানা চালু রাখে এবং অর্থ উপার্জনের পথ করে দেয়। তাই তাদের দিকে সুনজর দিতে হবে। সেইসাথে শ্রমিকদের এই কথাটা মনে রাখতে হবে যে, এই কারখানা গুলো আছে বলেই তারা কাজ করে খেতে পারছেন।কারখানা আপনাদের রুটি-রুজির ব্যবস্থা করে, জীবন-জীবিকার ব্যবস্থা করে সেই কারখানার প্রতি আপনাদের যত্নবান হতে হবে’।
২ views