হৃদয় শীল মধুখালী( ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে উপজেলা ও পৌর যুবদলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে, উপজেলা যুবদলের আহবায়ক মেহেদি হাসান মুন্নুর সভাপতিত্বে যুগ্ন আহবায়ক ইকবাল হোসেননের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জয়দেব রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাবেক সদস্য বদিউজ্জামান বাবলু।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলিম মানিক এছাড়া আরো বক্তব্য রাখেন যুবদল নেতা তরিকুল ইসলাম এনামুল বিএনপি নেতা কাজী মান্নান হোসেন নুর নবী ছাত্র নেতা জোর ইসলাম মিজানুর রহমান কালা সহ অনেকে। বক্তারা বলেন বর্তমান সময়ে পদ-পদবির কথা চিন্তা করা যাবে না। নেতাকর্মীদের রাজপথে আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে।
এছাড়া দলের চেয়্যারপার্সন বেগম খালেদা জিয়ার ও তারেক রহমানের রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।