জামালপুর প্রতিনিধি \ জামালপুরের মেলান্দহ পৌরসভার উন্নয়ন সম্পর্কে নাগরিকদের অবহিতকরণ শীর্ষক সাংবাদিক সম্মেলন ২৭অক্টোবর দুপুরে পৌরকার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-মেয়র আলহাজ শফিক জাহেদী রবিন। তিনি জানান-বিগত দিনে পৌরসভার ৩৫লাখ ৪৮হাজার ৪শ’ ৯২টাকা ঋণগ্রস্থ ছিল। ফলে কর্মচারি বেতন-ভাতাদি প্রদান অনিয়মিত ছিল। বিদ্যুৎ ও টেলিফোন বিলসহ আনুসাঙ্গিক খাতে অনিয়ম এবং লক্ষাধিক টাকা পত্রিকার বিজ্ঞাপন বিল বকেয়া ছিল। কর্মচারিদের বেতন-ভাতাদি-বিদ্যুৎ-টেলিফোনসহ অন্যান্য খাতের ঋণ পরিশোধের পরও প্রায় ৫০লাখ টাকার স্থিতি আছে।
এ ছাড়াও আধুনিক পৌরসভা নির্মাণের লক্ষে রাস্তা-ঘাট-ড্রেন-বিশুদ্ধ পানি সরবরাহের জন্য স্থানীয় সংসদ সদস্য আলহাজ মির্জা আজমের সহায়তায় বহু প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। মেয়রের বক্তব্যে বলেন-সাংবাদিক সম্মেলনে আপনাদের মাধ্যমে মেলান্দহ পৌরসভার নেতিবাচক সমালোচনা হয়। এ ক্ষেত্রে আমার অবস্থান পরিষ্কার করে বলতে চাই আমি এবং আমার পৌর পরিষদের কেওই কোন অসৎ কাজের সাথে জড়িত নই। জড়িত থাকার প্রমান পেলে জনগণের সামনে আর আসব না।
সাংবাদিক সম্মেলনে পৌরসচিব শরিফুল ইসলাম ভূঞা, সহকারি ইঞ্জিনিয়ার সবুজ কাজী, সকল কাউন্সিলর, কর্মচারি-কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন-জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি এম.এ. জলিল, জামালপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান ডল, সাবেক সম্পাদক দুলাল হোসাইন, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ্ জামাল প্রমুখ।#
মেলান্দহে মহানবী (স)’র ব্যাঙ্গচিত্র প্রদর্শেনের প্রতিবাদে বিক্ষোভ
জামালপুর প্রতিনিধি \ ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (স)’র ব্যাঙ্গচিত্র প্রদর্শন করায় জামালপুরের মেলান্দহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ২৭অক্টোবর আসর নামাজ শেষে মেলান্দহ কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মেলান্দহ বাজার প্রদক্ষিণ করে। ইত্তেফাকুল উলামা এর আয়োজন করে। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন। মিছিল শেষে কেন্দ্রীয় মসজিদ গেটে সমাবেশে বক্তব্য রাখেন-মুসলিম ঐক্য পরিষদের চেয়ারম্যান মাওলানা রহমতুল্লাহ আল হেসাইনী, কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতী ইশরামুল্লাহ প্রমুখ। বক্তারা ফ্রান্সের কার্টুনিস্টের ফাঁসি দাবিসহ পণ্য বর্জনের ঘোষণা করা হয়।#