টাঙ্গাইলের গোপালপুরের দক্ষিণ পাথালিয়া গ্রামে নির্মাণাধীন বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ মসজিদ, ২০১ গম্বুজ মসজিদে সাউন্ড সিস্টেম স্থাপনের লক্ষ্যে, যাবতীয় যন্ত্রাংশ সাউন্ড বাজারের মাধ্যমে সরবরাহ করেছে চাইনিজ দূতাবাস বাংলাদেশ ।
আজ শনিবার (১১ই ডিসেম্বর) বিকাল ৫টায় সাউন্ড সিস্টেমের যন্ত্রাংশগুলো গ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের সদস্য আব্দুল হান্নান ও আব্দুল করিম ।
মসজিদ কতৃপক্ষ সূত্রে জানা যায়, ২০১ গম্বুজ মসজিদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে মসজিদ কতৃপক্ষের সাথে যোগাযোগ করেন চাইনিজ দূতাবাস বাংলাদেশ কতৃপক্ষ । এরই ধারাবাহিকতায় আজ সাউন্ড সিস্টেমে যন্ত্রাংশ মসজিদে পাঠানো হয়েছে ।
যন্ত্রাংশগুলোর মধ্যে রয়েছে, ১সেট হাই পারফরমেন্স মিক্সার, ১সেট ওয়্যারলেস মাইক্রোফোন,২০সেট কলাম স্পীকার, ২০সেট ওয়াল স্পীকার,২সেট মাইক্রোফোন ষ্ট্যান্ড, ৫সেট মাইক্রোফোন, ১সেট হ্যান্ডগ্রীপ মেগাফোন, ১৬সেট হর্ন, প্রয়োজনমতো ক্যাবল ও অন্যান্য এক্সেসরিজ ।
২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম বলেন, নির্মাণ কাজে সকলের অংশগ্রহণ ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হতে সহায়তা করবে।
তিনি ধন্যবাদ জানিয়েছেন মাননীয় এম্বাসেডর, চাইনিজ দূতাবাস বাংলাদেশ ও গনচীনের জনগণকে ।