গাজীপুর প্রতিনিধি রাকিব হাসান আকন্দ দৈনিক শিরোমণিঃ গাজীপুরের শ্রীপুরে বরমী বাজার উচ্চ বিদ্যালয়ের টিনশেড ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই ঘরের ৬টি শ্রেনী কক্ষ পুড়ে গেছে। শনিবার (১২ ডিসেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রনে আনে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী এর সত্যতা নিশ্চিত করেছেন।মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর বেলাল হোসেন জানান, বরমী বাজার উচ্চ বিদ্যালয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভাতে কাজ শুরু করে। স্কুলের ওই টিনশেড ঘরগুলোর শ্রেণীকক্ষের দরজা-জানালা খোল ছিল। ধারনা করা হচ্ছে কেউ বিড়ি সিগারেট খেয়ে ফেলে দিয়ে থাকতে পারে। সেখান থেকে আগুন জ¦লে উঠতে পারে। মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষনে টিনশেডের ৬টি শেণী কক্ষ আগুনে পুড়ে যায়। তদন্তের পর ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারন নিশ্টিত হওয়া যাবে।
৯ views