মাহমুদুন্নবী পত্নীতলা নওগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর পত্নীতলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন পত্রের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাইয়ে সাধারণ পুরুষ ২ জন ও সংরক্ষিত আসনে ১ নারী সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে সংশ্লিষ্ট রিটার্ণিং কর্মকর্তাগণ। বাতিলকৃত প্রার্থীরা আপিলের সুযোগ পাবেন বলেও জানান নির্বাচন অফিস।রিটার্ণিং অফিসার প্রকাশ চন্দ্র মন্ডল, মোঃ আবু সাঈদ, মোঃ সুলতান মাহমুদ বরাত দিয়ে পত্নীতলা উপজেলা নির্বাচন অফিসার মো. জাহিদুর রহমান জানান, আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদে ৫৬ জন, সংরক্ষিত নারী আসনে ১৪৫ জন ও সাধারণ পুরুষ ওয়ার্ডে ৪০৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। ১২ ডিসেম্বর (রবিবার) যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির দায়ে আকবরপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড সংরক্ষিত নারী আসনের লাবনি খাতুন, কৃষ্ণপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর সদস্য প্রার্থী আব্দুল জলিল ও ঘোষনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর জাকির হোসেন কে বসয় কম থাকায় বাতিল ঘোষণা করেন।উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান আরও জানান, বাতিলকৃত প্রার্থীগণ আগামী ৩ দিনের মধ্যে জেলা নির্বাচন অফিসার বরাবর আপিলের আবেদন করতে পারবেন। যাচাই বাছাই শুরুর পূর্বে সকল প্রার্থীদের নিয়ে নির্বাচন আচরণ বিধি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত করেন।
৫ views