রহমতউল্লাহ নওগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁয় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার দায়ে নাসির উদ্দীন ওরফে নান্নু নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার নওগাঁর অতিরিক্ত দায়রা জজ আদালত-১–এর বিচারক এ বি এম গোলাম রসুল এ রায় দেন।রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি নাসির উদ্দীন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। সে নওগাঁর মহাদেবপুর উপজেলার কাশিবাড়ী কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।মামলার নথি সুত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে মহাদেবপুর উপজেলার কাশিবাড়ী গ্রামের নাসির উদ্দীনের সঙ্গে সরস্বতীপুর গ্রামের আবদুস কুদ্দুসের মেয়ে পারুল আক্তারের বিয়ে হয়। তাঁদের সংসারে ১১ বছর বয়সী একটি মেয়ে আছে। ১০ মাস আগে কাশিবাড়ী এলাকার এক নারীকে গোপনে বিয়ে করেন নাসির উদ্দীন। পারুল দ্বিতীয় বিয়ের বিষয়টি জানতে পারলে স্বামীর সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হয়। এ নিয়ে প্রায়ই দুজনের বিবাদ লাগত। পারুলকে প্রায়ই মারধর করতেন নাসির। ২০১৮ সালের ১২ জুন রাত ১০টা থেকে পরদিন সকাল ৭টার কোনো এক সময় নাসির তাঁর প্রথম স্ত্রী পারুলকে ঘাড় মটকে ও বালিশচাপা দিয়ে শ্বাস রোধে হত্যা করেন। পরে তাঁর স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে জানিয়ে তড়িঘড়ি লাশ দাফনের চেষ্টা করেন। এ ঘটনায় নিহত পারুলের মামা আবুল কালাম আজাদ বাদী হয়ে নাসির উদ্দীনের নামে মহাদেবপুর থানায় হত্যা মামলা করেন। ময়নাতদন্ত প্রতিবেদনে পারুলকে শ্বাস রোধে হত্যার বিষয়টি উঠে আসে। পরে আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি নাসির উদ্দীন।মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে ২০১৮ সালের ৮ অক্টোবর নাসির উদ্দীনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় রাষ্ট্রপক্ষ থেকে ১৪ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত ওই রায় দেন।
৩ views