ভারত তার সর্বোচ্চ দিয়ে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করে চলেছে। ভারতের রাষ্ট্রপতির রামনাথ কোবিন্দ বৃহস্পতিবার ( ১৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজাতে ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রামনাথ কোবিন্দ বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আমাকে অনুপ্রেরানিত করে। এ ভাষণে মানুষের জন্য স্বাধীনতা, ন্যায়বিচার ও মানবাধিকার কথা বলা হয়েছে। আমি মুজিব বর্ষ উদযাপনে এখানে এসে সম্মানিত বোধ করছি।
আমি যখন যুবক ছিলাম তখন বঙ্গবন্ধুর বজ্র কণ্ঠ আমাকে মোহিত করে। স্বাধীনতা বিরোধীরা তাকে হত্যা করলেও তার চেতনাকে হত্যা করতে পারেনি। আজ বঙ্গবন্ধুর চেতনা আজ বাস্তবায়িত হচ্ছে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
ভারতের রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর চেতনার কথা উল্লেখ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার কটি লাইন বাংলায় আবৃতি করেন।
‘মহা – বিদ্রোহী রণক্লান্ত
আমি সেই দিন হব শান্ত।
যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না,
অত্যাচারীর খড়ুগ কৃপাণ ভীম রণ, ভূমে রণিবে না-
বিদ্রোহী রণক্লান্ত
আমি সেই দিন হব শান্ত’