ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ গত ১৬ ই ডিসেম্বর মহান বিজয়ের ৫০ বছর ও মুজিব শত বর্ষ উদযাপন উপলক্ষে সকল প্রাথমিক বিদ্যালয়ে নুতন জাতীয় পতাকা সূর্যদয়ের সাথে সাথে উত্তলোন করার সরকারি নির্দেশনা সকল প্রতিষ্ঠান প্রধানের নিকট ছিল। কিন্তু ৩৮ নং তেরখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ের সূবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন না করে জাতীয় পতাকা ও জাতীয় দিবসের অবমাননা করেছেন।ঘটনাস্থলে গিয়ে জানা যায় ১৬ ডিসেম্বর সূর্যোদয় হয়েছে ভোর আনুমানিক ৬টা ৩৫ মিনিটে।কিন্তু উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেননি।এ ব্যাপারে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এহতেশামুল হক এর নিকট মোবাইল ফোনে জানতে চাইলে তিঁনি বলেন “আমি দপ্তরিকে বলেছিলাম পতাকা উত্তোলন করতে, ওটা আমার দায়িত্ব না” এই বলে ফোন কেটে দেন।এভাবে বিজয়ের সূবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারি নির্দেশনা অমান্য করে লাখো শহীদের রক্তে অর্জিত জাতীয় পতাকা সঠিক সময়ে সঠিকভাবে সম্মানের সাথে উত্তোলন না করা প্রকৃতপক্ষে জাতীয় দিবস ও জাতীয় পতাকার অবমানার শামিল।
২৬২ views