রেদোয়ান হাসান সাভার,ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পলিথিনে মোড়ানো একটি মানুষের কাটা পাঁ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে তা উদ্ধার করে।মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে জানতে পরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড-ইপিজেড সড়কের নরশিংহপুরের সরকার মার্কেট এলাকার ঢাকাগামী লেনের পাশে ময়লার স্তুপে পড়ে থাকা পাঁটি উদ্ধারে কাজ করছে পুলিশ।স্থানীয়রা জানায়, সকালে কারখানায় যাওয়ার সময় সাদা পলিথিনে মোড়ানো পাঁ দেখতে পায় কিছু শ্রমিক। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে পলিথিন বের করে একটি পায়ের কিছু অংশ ও গলার খাবার নলি উদ্ধারে নিয়ে যায়৷ ঘটনা স্থলের পাশে থাকা চায়ের দোকানি বলেন, আমরা সকাল ৭টার দিকে দেখতে পলিথিনে একটা পাঁ দেখতে পাই। তখন পুলিশকে খবর দেই৷ ময়লার স্তুপের ভেতর ফেলে গেছে। পুলিশ আসার পর দেখে পলিথিনের ভেতরে পাঁ ও গলার খাবার নালি। উপরে আবার সিসি ক্যামেরাও আছে।এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল বলেন, ‘সকালে সড়কের পাশে পলিথিনে মোড়ানো একটি পা দেখতে পেয়ে ৯৯৯ এ জানায় স্থানীয়রা। পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থল পৌছে পলিথিনির ভিতর থেকে মানুষের শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া একটি পা উদ্ধার করা হয়। এসময় কিছু পায়ের হাড়ের অংশও পাওয়া যায়। আমরা সে গুলো উদ্ধার করে থানায় এনেছি। ডিএনএ টেস্টের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।’তিনি আরও বলেন, ‘প্রাথমিক ভাবে পা’টি একজন পুরুষের বলে মনে হচ্ছে। তবে কার সেটি জানা যায়নি। আমরা পরিচয় সনাক্তের চেষ্টা করছি। আইনগত বিষয়টিও প্রক্রিয়াধীন।’