খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মাটিরাঙ্গার প্রদান শাকিলার ব্যতিক্রমী উদ্যোগের ফলে গোমতি ইউনিয়নের আশেকি নগর সমাজবাসীর মধ্যে বইছে স্বস্তির বাতাস। ঐ এলাকার বেশীর ভাগ মানুষ দারিদ্র সীমার নীচে বসবাস করায় সমাজের মসজিদটি প্রতিষ্ঠার ১৬ বছর পার হলেও অবকাঠামোর উন্নয়ন করা সম্ভব হচ্ছিল না। পুরাতন বাঁশের বেড়া ও টিনের ছাউনির এমন বেহাল দশার খবর জানতে পেরে সামাজিক সহযোগিতার হাত বাড়ান এই তৃতীয় লিঙ্গের ব্যক্তিত্ব মাটিরাঙ্গা প্রধান। তিনি মসজিদটি পাকা করনের জন্য কাচাঁমালসহ আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে নির্মাণ কাজে আশেকি নগরবাসীর সহযোগিতা কামনা করেন। বুধবার বিকেলে আশেকি নগর মসজিদের সামনে আয়োজিত সামাজিক আলোচনা সভায় গোমতি ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন লিটন, ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ কাজী জাফর,মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলী আশ্রাফ, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমসহ আশেকি নগর সমাজের বিভিন্ন শ্রেনির পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় তৃতীয় লিঙ্গের মানুষ হয়ে এমন মহতি উদ্যোগ করার জন্য শাকিলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।
০১৮২৮৮৭১১৭৯ ***** ২৮.১১.২০২০ইং