উপজেলা প্রতিনিধি ঃ রাকিব হাসান আকন্দ গাজীপুরের শ্রীপুর হাসপাতাল সড়কে গাড়ী পার্কিং রোগী ও পথচারীদের দুর্ভোগের অন্যতম কারণ। জরুরী প্রয়োজনে ঝুঁকিপূর্ণ রোগী বহনকারী
যানবাহনও যানজটে আটকে থাকে। এতে রোগীদের আরও সংকটে পড়তে হয়। এ সড়কের এক পাশে জেলা পরিষদের লীজ দেওয়া জায়গার স্থাপনা যানবাহনের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত করে। দিনে বেশ কয়েকবার ব্যস্ততম শ্রীপুর চৌরাস্তা এলাকা যানজটের কবলে আটকে পড়ে। রোববার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় শ্রীপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বলেন, শ্রীপুর বাসস্ট্যান্ড থেকে হাসপাতাল গেট পর্যন্ত সড়কের পাশে গাড়ী পার্কিং
করায় দিনের গুরুত্বপূর্ণ সময়ে যানজট লেগে থাকে। ফুটপাত না থাকায় সড়কেও পথচারীদের পায়ে হাঁটার উপায় থাকে না।বক্তারা বলেন, হাসপাতাল সড়কের পাশে জেলা পরিষদের জায়গায় লীজ নিয়ে স্থাপনা করা হয়েছে। এতে জনদুর্ভোগ বেড়েছে। নাগরিক অবকাঠামো উন্নয়নে অন্যতম একটি প্রতিষ্ঠান জেলা পরিষদকে বিষয়টি অবহিত করা প্রয়োজন। এ ব্যাপারে
ইউএনও তরিকুল ইসলাম বলেন, জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরে ভবিষ্যতে লীজ নবায়ন না করার জন্য জেলা পরিষদ কর্তৃপক্ষের কাছে আবাদেন দেওয়া হবে।শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান বলেন, সন্ত্রাস ও মাদক নির্মূলে শ্রীপুর থানা ও হাইওয়ে পুলিশকে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করা প্রয়োজন। বিশেষ করে মাদক নির্মূলে পুলিশকে আরও কঠোর এবং আন্তরিক হতে হবে।শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামের সভাপতিত্বে ভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের
চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির
সভাপতি সহকারী অধ্যাপক আবু বাক্কার ছিদ্দিক আকন্দ, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল মামুন, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, শ্রীপুর প্রেসক্লাব’র সভাপতি প্রবীণ সাংবাদিক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কাউন্সিলর আহমাদুল কবির মন্ডল দারা, মাসুদ প্রধান, শ্রীপুর থানার-উপ পরিদর্শক (এসআই)
দেলোয়ার হোসেন প্রমূখ।