মোঃ রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি,টাঙ্গাইল)
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের বেড়া ডাকুরি গ্রামের পশ্চিমপাড়ায়, রাসেল মিয়ার বাড়িতে বাড়িতে গভীর নলকূপ স্থাপনের জন্য প্রায় দেড় মাস আগে ৪০০ফুট গভীর পাইপ বসায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল। বুধবার পানি উঠানোর মোটর লাগানোর সময়, উক্ত পাইপের মুখ খোলার সময় বিকট শব্দ হয়, পাতাল থেকে পানি উঠা শুরু হয়, পরবর্তীতে প্লাষ্টিকের পাইপের মুখে লোহার পাইপ লাগাতে আগুনের তাপ দেয়ার সময় পাইপের মুখে আগুন লেগে যায় ।
বৃহস্পতিবার সরেজমিন ঘুরে পানি উঠা ও আগুনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
নলকূপের মালিক রাসেল মিয়া বলেন, কি কারণে এমন হচ্ছে জানা নাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট খবর পৌঁছানো হয়েছে, তারা পরিক্ষা নিরিক্ষা করে গ্যাসের বিষয়টি নিশ্চিত করতে পারবেন এবং এই পানি খাওয়ার উপযোগী কিনা তা বুঝতে পারছি না ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক বলেন, বিষয়টি সংবাদকর্মীদের মাধ্যমে প্রথম অবগত হলাম, এখনি তিতাস গ্যাস ও ফায়ার সার্ভিসের কর্মীদের সেখানে পাঠানো হচ্ছে পরিক্ষা নিরিক্ষার জন্য, তারপর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।
তবে মিথেন গ্যাসের মাধ্যমেও এমনটি হতে পারে।