বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বাগেরহাটে র্যাবের ভেজাল বিরোধী অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (০৩ জানুয়ারী) দুপুরে বেকারি ও মিস্টি তৈরির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ভাবে পণ্য উৎপাদনের অপরাধে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার আজিজুল কবির ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই জরিমানার আদেশ দেন।এদিন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকার নুসরাত ফুড বেকারির মালিক রফিক মোল্লাকে ৪০ হাজার, একই এলাকার রথী বেকারির মালিক শেখ আব্দুর রশীদকে ২০ হাজার এবং রণবিজয়পুর মিষ্টান্ন ভান্ডার নামের একটি মিস্টির দোকানের মালিক দেলোয়ার হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে র্যব-৬ এর কর্মকর্তা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, বিএসটিআই খুলনার পরিদর্শক মোঃ রাকিবুল হাসান, র্যা ব ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও ভ্রাম্যমান আদালতের বিচারক আজিজুল কবির বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ,অনুমোদন ছাড়া পণ্য তৈরীর অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।র্যা ব-৬ এর কর্মকর্তা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন,নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষে র্যা ব সদস্যরা খাদ্য উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে থাকে। এর ধারাবাহিকতায় বাগেরহাটের তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশ, অনুমদনহীন ভাবে পণ্য উৎপাদনসহ নানা অপরাধে প্রতিষ্ঠান তিনটিকে জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতের জন্য র্যা বের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।