গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ ইমরান শেখ। উপমহাদেশের অন্যতম পুরনো রাজনৈতিক সংগঠন আওয়ামী-লীগের ছাত্র সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগের আজ ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
২০২০-২০২১ সালের প্রায় পুরোটা জুড়ে ইতিবাচক খবরে ছিলো বাংলাদেশ ছাত্রলীগ। করোনায় আক্রান্তদের দাফন থকে শুরু করে কৃষকদের পাকা ধান কাটা সবমিলিয়ে কার্যক্রম ছিলো ঐতিহ্যবাহী সংগঠনটির নেতাকর্মীদের। তাদের আশা সংগঠনটিতে মূল চেতনায় মানুষের পাশে দাঁড়াতে পারলে হারানো ঐতিহ্য ফিরে পাবে বাংলাদেশ ছাত্রলীগ।
৪ঠা জানুয়ারী ২০২২(মঙ্গলবার) “শুভ শুভ শুভদিন ছাত্রলীগের জন্মদিন ” এমনই স্লোগানে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে অতি উৎসবের মাধ্যদিয়ে পালিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে কাশিয়ানী উপজেলা শহীদ মিনার চত্তরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখান থেকে জাতীয় ও দলিয় পতাকা নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আজাদ হোসেন মৃধা সভাপতিত্বে অনুষ্ঠানে কেক কাটেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা সহ অন্যান্য নেতাকর্মিরা।