মোঃ মিজানর রহমান, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ধোকরা হাট এলাকার পলাশ রায়। কুটির শিল্প পণ্য তৈরি করেন আর বিভিন্ন হাটে বাজারে বিক্রি করেই চলে পলাশের সংসার। কথা হয় পলাশের সাথে , তিনি জানান প্রায় ১৮ বছর থেকে আমি কুটির শিল্প কাজ করি। বাঁশ দিয়ে খাঁচা, ঢাকী, কুলা তৈরি করি। এ কাজে তাকে সহযোগিতা করে তার মা, বউ, চাচী। বাড়ির সব কাজ শেষ করে সবাই মিলেমিশে কাজ করে। এতে বাড়ির কাজও হয় আর কুটির শিল্পের কাজ করে যা হয় তা দিয়ে সংসারের উন্নতি হয়। গড়ে প্রতিদিন প্রায় তিন হাজার টাকার বাঁশ কিনতে হয় এসব কুটির শিল্প তৈরি করতে। বাঁশের দাম বেশি হওয়ায় লাভ কম হয়। অল্প টাকার পুঁজি থাকায় এই শিল্প বড় আকারে করতে পারছেন না বলেও জানান তিনি। পলাশ বলেন, যা আয় হয় সেই টাকা দিয়ে কোন ভাবে সংসার চলে। সেখানে আর বড় পুজি কোথায় থেকে পাবো। কোন মতে যদি সরকারি কোন সাহায্য সহযোগিতা পাই তাহলে আমি এই কুটির শিল্পকে আরো বড় আকারে করতে পারবো