ইশরাত মুহাম্মদ শাহ জাহান-মহেশখালী, কক্সবাজার প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ দেশব্যাপী চলমান ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা প্রদানের কার্যক্রমের অংশ হিসেবে মহেশখালীতেও স্কুল-কলেজ, মাদরাসা শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে করোনা টিকা। ০৮ জানুয়ারি থেকে উপজেলা প্রশাসনের হলরুমে ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক এ টিকা দেওয়া হচ্ছে। বিগত কয়েকদিনে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে টিকা প্রদানের কার্যক্রম নিয়ে জাতীয়-স্হানীয় সহ অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে কর্তৃপক্ষের। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সিডিউল মতে ১২ জানুয়ারী টিকা গ্রহণের দিনধার্য্য ছিল উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের। সকাল থেকে শুরু হওয়া টিকা প্রদানে বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম হুমায়ুন কবির আজাদের নেতৃত্বে স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ রোভার স্কাউট দলের সদস্যের নিয়ন্ত্রণে সুশৃঙ্খল পরিবেশে টিকা গ্রহণ করেন শিক্ষার্থীরা। উপজেলা সদর থেকে উক্ত বিদ্যালয় টি ৪ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে মাইক্রোবাস, হাইয়েস, সিএনজি টমটম সহ আলাদা পরিবহনের ব্যবস্হা করে বিদ্যালয় কর্তৃপক্ষ।বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম হুমায়ুন কবির আজাদ দৈনিক শিরোমণি কে বলেন, “বৈশ্বিক মহামারী কোভিড-১৯ ও ওমিক্রন মোকাবেলায় দেশব্যাপী শিক্ষার্থীদের বিনামূল্যে করোনা টিকা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। সে-ই হিসেবে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে বরাদ্দ পাওয়া টিকা শিক্ষার্থীদের প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীদের যেহেতু ফাইজারের টিকা দেওয়া হচ্ছে, ফাইজারের টিকা শীতাতপনিয়ন্ত্রিত গাড়িতে পরিবহন এবং ফ্রিজে সংরক্ষণ করে শীতাতপনিয়ন্ত্রিত রুমে প্রদান করতে হয়। স্কুলে শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ না থাকায় উপজেলা প্রশাসনের হলরুমে টিকা প্রদান করা হচ্ছে। তা-ই শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা ও যাতায়াতের সুবিধার্থে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে আলাদা পরিবহনের ব্যবস্হা করা হয়েছে। শিক্ষক-শিক্ষিকদের সমন্বয়ে রোভার স্কাউটস দলের সদস্যদের সাথে সুশৃঙ্খল পরিবেশে টিকা গ্রহন করেন শিক্ষার্থীরা”।
৪৮ views