মিহির রঞ্জন বিশ্বাস ফুলতলা উপজেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ করোণা মহামারীর তৃতীয় ঢেউ সারাবিশ্বের ন্যায় বাংলাদেশে এর প্রভাব পড়েছে। করণা ওমিক্রণ এর সংক্রমণ দেখা দেওয়ায় ওমিক্রন ঠেকাতে ও দেশের শিক্ষা ব্যবস্থাকে সচল রাখতে সরকার সারাদেশে ১২ থেকে ১৮ বছরের সকল শিক্ষার্থীদের টিকার আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। টিকা ছাড়া স্কুলের অংশগ্রহণ করতে পারবে না আর তারই অংশ হিসেবে এই টিকাদান কর্মসূচি বলে জানালেন স্কুলের শিক্ষক বৃন্দ । খুলনা ফুলতলা উপজেলা গিলাতলা ইউনিয়নের সকল কলেজ, স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের টিকার কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে খুলনা বিকেএসপি স্কুলে খানজাহান আলী কলেজ, গিলাতলা মাধ্যমিক বিদ্যালয় ও গিলাতলা আহমদিয়া দাখিল মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে টিকা দেওয়া হয়। দীর্ঘ লাইন দাঁড়িয়ে ও উৎসবমুখর পরিবেশে ছাত্রছাত্রীরা টিকা নিতে দেখা যায় । স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে এই টিকা কার্যক্রম চলে। টিকাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সিনিয়র স্টাফ নার্স রেবা রানী বলেন এই কেন্দ্রে টিকাদান কর্মসূচিতে আজ ১৩০০ ছাত্রছাত্রীকে টিকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিকেএসপি টিকা কেন্দ্রে টিকারকাজ ৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং তা আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে। এসময়ে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক হেলাল উদ্দিন , অনিমেশ চন্দ্র মন্ডল, রাজীব হুসাইন ,মাদ্রাসার শিক্ষক হারুন অর রশিদ,আঃ মালেক প্রমুখ।