জাবেদ ভূঁইয়া, মিরসরাই প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বেপজা কর্তৃক শতবছরের পুরাতন ডাবরখালী খালে অপরিকল্পিত বাঁধ দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (১৫ই জানুয়ারি) সকালে চরশরতের ডাবরখালী খালের উপর এই মানববন্ধন করা হয় । এসময় অপরিকল্পিত বাঁধের কারণে সমুদ্রের লবণাক্ত পানি চরশরত এলাকা ডুকে কৃষি জমির ফসলাদি নষ্ট করছে বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে সাবেক ছাত্রলীগ নেতা মুসলিম উদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার আবু ছালেক, চরশরত মাদরাসা পরিচালক মাও. আবদুল হালীম, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু সুদর্শন রায়, উপজেলা ছাত্রলীগ নেতা মিঠুন শর্মা, সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দিন এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী সহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, জনগণের এই যৌক্তিক দাবির সাথে একমত পোষণ করছি এবং ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি’র মোহদয়ের পরামর্শক্রমে এর সমাধানের বিষয়ে বেপজার সাথে কথা বলবেন।ইউনিয়ন চেয়ারম্যান নুরুল মোস্তফা বলেন, আনীত অভিযোগের বিষয়ে বেপজা কে এর আগে শারকলিপি দেওয়া হলেও এটার কোন প্রতিকার পাওয়া যায়নি। তাই এই মানববন্ধনকে সমর্থন দিয়ে অচিরেই ডাবরখালী খালকে পুনরায় খননের দাবী জানান।চরশরতের বাসিন্দা আব্দুর রব জানান, নোনা পানির কারণে আড়াই একরের জমিতে মসুরের ডাল, ভেন্ডি, মরিচ ও সরিষা ক্ষেত নষ্ট হয়েছে। আগামী ২ থেকে ৩ বছর ফসল এ জমিতে হবে কিনা তা নিয়ে ঘোর দুশ্চিন্তায় আছি।একই গ্রামের সজল চন্দ্র দাস জানান, জন্ম থেকে দেখেছি উপরের পানি সাগরে যেত । আর এখন বেপজা কর্তৃপক্ষ ভরাটের কারণে সাগরের লোনা পানি আমাদের জমিতে এসে ফসল নষ্ট করে দিয়েছে। শতবর্ষের এই খাল বালু দিয়ে ভরাট করার কারণে আমরা আজ নিঃস্ব হওয়ার পথে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি খাল খনন করে আমাদের কৃষকদের বাঁচান।সরেজমিনে গিয়ে দেখা যায়, সাগরের লোনা পানির কারণে খালের বিভিন্ন প্রজাতির মাছ, ব্যাঙ, সাপ মারা যাচ্ছে। এতে একদিকে পরিবেশ দূষিত হচ্ছে অন্যদিকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে।
৩ views