মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমনি: নওগাঁর ধামইরহাটে রাতের আঁধারে কৃষকের ৭শত আম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সকালে জমিতে গিয়ে আম গাছের দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে যান কৃষক পরিবার। মালিক পক্ষের বুকফাটা আর্তনাদে এলাকাবাসীরাও কেঁদে ফেলেন। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে উপজেলার খেলনা ইউনিয়নের অন্তর্গত গুনদেশাহার নামক গ্রামে।
জানা গেছে, ওই এলাকার মৃত গজিমদ্দিন মন্ডলের ছেলে মো. মজিবুর রহমান (৬৫) গুনদেশাহার মৌজায় প্রায় ৩৫ বছর পূর্বে ১একর ৪৯শতাংশ জমি ক্রয় করেন। ক্রয়কৃত জমিতে তিনি দীর্ঘদিন ধরে চাষাবাদ করেন। গত ২বছর পূর্বে সেই জমিতে তিনি ৭শত আমরুপালি গাছের চারা রোপণ করে। চলতি বছরে সেই গাছগুলোতে ফল আসার কথা জানিয়েছিল কৃষি কর্মকর্তারা। এরই মধ্যে রবিবার রাতে তার বাগানে বেড়ে ওঠা সকল আম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার প্রায় ৩লক্ষাধীক টাকার ক্ষতি হয়।
এবিষয়ে কৃষক মজিবুর রহমান জানান, আমার জমি-জমা নিয়ে কারো সাথে কোন রকম ঝামেলা নেই। গত চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দলীয় প্রার্থী নৌকার পক্ষ নেয়াতে বিরোধী প্রার্থীরা আমার বাগানের গাছ কেটে দিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এদিকে এলাকাবাসীরা জানান, নির্বাচনের পর থেকে ইউনিয়নে বেড়ে গেছে নানান রকম সহিংসতা মুলক কর্মকান্ড। ইতিপূর্বে ধান চুরিসহ নানান রকম আইনবিরোধী কাজ এলাকায় ঘটেছে। তারা এলাকার শান্তি ফিরে পেতে প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এবিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছিল।
এবিষয়ে ধামইরহাট থানার ওসি (তদন্ত) আব্দুল গণি জানান, অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
৮১ views