রেদোয়ান হাসান সাভার,ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ আশুলিয়ায় একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল মোড় এলাকায় নিশান কোম্পানির এক্স-ট্রেইল মডেলের (ঢাকা মেট্রো-ঘ ১৭-১৯৫২) ওই মাইক্রোবাসে আগুন লাগে। খবর পেয়ে মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় ক্ষয়ক্ষতি কম হয়েছে। তবে গাড়ির ইঞ্জিনের অংশ পুড়ে গেছে। যান্ত্রিকক্রুটির কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মাইক্রোবাসটির চালক সুমন বলেন, এটি এমডি গার্মেন্টসের মালিকের গাড়ি। আমি গাড়িটির নিয়মিত চালক। আমি আশুলিয়ার দিকে যাচ্ছিলাম, হঠাৎ আগুন লেগে যায়। দ্রুত গাড়ি থামিয়ে বের হয়ে আসি। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বাইপাইলে একটি গাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।