ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ‘ন্যানো টেকনোলজিঃ স্মল থিংস ম্যাটার অ্যান্ড হ্যাভ পাওয়ার টু ট্রান্সফর্ম এনার্জি, হেলথ অ্যান্ড দ্যা এনভাইরনমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কুয়েটের প্রসাশনিক ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ। সেমিনারে রিসোর্র্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের বাল্টিমোরের কোপিন স্টেট ইউনিভার্সিটির ন্যাচারাল সায়েন্সেস বিভাগের সেন্টার অফ ন্যানো টেকনোলজির প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. জামাল উদ্দিন। সেমিনার শেষে কুয়েট এবং যুক্তরাষ্ট্রের কপিন স্টেট ইউনিভার্সিটির মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। এতে কুয়েটের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এবং কপিন স্টেট ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন প্রফেসর ড. এম জামাল উদ্দিন।