হৃদয় শীল (মধুখালী) ফরিদপুর প্রতিনিধিঃ
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহুু আলাইসাল্লাম কে নিয়ে ফেরাউনের বংশধর ফ্রান্সের প্রেসিডেন্ট কটুক্তি করায় ফরিদপুরের মধুখালীতে খাদেমুল কুরআন কাওমি উলামা পরিষদের আয়োজনে প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
মাওলানা কবির বিন সাঈদ এর পরিচালনায় মাওলানা হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা মুফতি মনিরুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা শামসুল হক, মাওলানা সাইফুদ্দিন আল হামিদী, মাওলানা আব্দুল আজিজ।
এছাড়া আরো বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক আব্দুল আলিম মানি, মধুখালী পৌরসভা প্যানেল মেয়র মির্জা আব্বাস হোসেন, কমিশনার আনিসুর রহমান লিটন, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মুস্তাকিম বিল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বিশ্ব জাহানের প্রিয় নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর বিরুদ্ধে কটূক্তির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। ইতিপূর্বে অনেকেই এই দুঃসাহস দেখিয়েছে এবং আগামীতে কেউ এরকম অন্যায় কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বাংলার মাটিতে যেসকল নবীর দুশমন রয়েছে তাদেরকেও হুঁশিয়ার করে দেওয়া হয়। সমাবেশ থেকে ফ্রান্সের পণ্য পরিহার ও ফ্রান্সের দূতাবাস বয়কট করার জন্য বাংলাদেশের মুসলমানদের আহ্বান জানানো হয়।