মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমনিঃ নওগাঁর ধামইরহাটে নদীর পাড় থেকে একসঙ্গে দুইটি রাসেল ভাইপার নামক সাপ ধরলো মো. আজাহার আলী (৫০) নামক এক কৃষক। সে খেলনা ইউনিয়নের অন্তর্গত রসপুর গ্রামের মৃত ইজাহাক আলীর ছেলে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলবেলা উপজেলার আত্রাই নদীর পাড় থেকে সাপ দুইটিকে কৌশলে ধরে একটি প্লাস্টিকের বস্তাবন্দী করে। উদ্ধারকৃত সাপ দুটির কথা ছড়িয়ে পড়লে ইতিমধ্যে উৎসুক জনতা সাপ দুটিকে এক নজরে দেখার জন্য ভীড় করেন।এবিষয়ে আজাহার আলী জানান, আমি ঘটনার দিন আত্রাই নদীর পার্শ্বে আমার পোটল ক্ষেতে কাজ করছিলাম। এমন সময়ে সাপ দুটিকে ধরে কৌশলে বস্তাবন্দী করি। পাশ্ববর্তী ভারত সীমানা থেকে নদী দিয়ে সাপ দুইটি বাংলাদেশ এসেছে প্রাথমিক অবস্থায় এমনটা ধারনা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সাপ দুটিকে বন বিভাগের লোকজনের নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
১১১ views