ফজলুর রহমান,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেজিঃ প্রাপ্ত মানবতাবাদী সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ঠাকুরগাঁও শাখার উদ্যোগে শীত বস্ত্র ও মেরিল বিতরণ।
উত্তরের জেলা ঠাকুরগাঁও,এটি হিমালয়ের পাদদেশ হওয়ায় শীতের প্রকোপতা অনেক বেশী৷ ভোর থেকে শুরু হয় বৃষ্টির ন্যায় কুয়াশা, আর দুপুর গরিয়ে গেলেও দেখা মিলেনা সূর্যের।
জেলার তিনটি উপজেলা সীমান্তঘেষী। শহর থেকে গ্রাম ও সীমান্ত
অঞ্চলের এলাকাগুলোতে শীতের তাপমাত্রা প্রকোপ বেশি হওয়ায় এখানকার মানুষ অনেক কষ্টে দিন কাটছে । এরি ধারাবাহিকতায় এলাকার বিভিন্ন মাদ্রাসা ও এতিমাখানা সহ গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ঠাকুরগাঁও জেলা শাখা।
শনিবার (২৯ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের বালীয়াডাঙ্গী উপজেলার সীমান্ত বর্তী এলাকা বাঁশবাড়ী, বড়গাছিয়া সহ বিভিন্ন এলাকার বিভিন্ন মাদ্রাসা ও এতিমা খানায় শীতবস্ত্র বিতরণ করেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার সেচ্ছাসেবীরা।
শীতবস্ত্র পেয়ে খুশি হয়ে মাদরাসা শিক্ষার্থীরা বলেন,আমাদের মাদরাসায় সব সময় ওযু করে থাকতে হয়। শীতের দিনে খুব ঠান্ডা লাগে ওযু করতে৷ আর অযু শেষে গরমের কাপড় না হলে কষ্ট লাগে৷ এখন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ঠাকুরগাঁও কম্বল দিল গরম লাগবে। কম্বল পেয়ে অনেক খুশি ও আনন্দিত মাদ্রাসা ও এতিম খানার ছাত্ররা।
মাদরাসা কমিটি বলেন,আমাদের এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় শীতের মাত্রা খুব বেশি৷ আজকে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখা আমাদের এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করলেন, যা আমাদের এলাকার জন্য খুব উপকারী। শীতার্ত মানুষেরা এতে অনেক উপকৃত হবে।
এসময় উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ঠাকুরগাঁও শাখার আহবায়ক এম. জিয়াউর রহমান, যুগ্ম আহ্বায়ক মোঃ হারুন অর রশীদ, উপদেষ্টা নবীরুল ইসলাম, সদস্য সচিব রাসেল রানা, সদস্য সুলতান আলী প্রমুখ।
যুগ্ম আহবায়ক মোঃ হারুন অর রশীদ বলেন,স্বপ্নযাত্রী ফাউন্ডেশন সারাদেশে শীতার্তদের মাঝে প্রতিবারের মতো এইবারও শীতবস্ত্র বিতরণ করছে, তারি ধারাবাহিকতায় আজকে আমরা মাদ্রাসা, এতিমখানার শিক্ষার্থী ও গরিব অসহায় মানুষের মাঝে মাঝে ১৫০টি কম্বল ও ভ্যাসলিন বিতরন করি। আমাদের সদস্যরা বিভিন্ন এলাকার শীতার্ত’দের মাঝে বাড়ি বাড়ি গিয়ে কম্বল ও ভ্যাসলিন পৌঁছে দিয়েছে। শীতবস্ত্র পেয়ে সবাই আনন্দিত ও উচ্ছাস প্রকাশ করেন।
একই সময় স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ কামাল হোসেন চৌধুরীর সুস্থতার জন্য তার জন্য দুয়া ও মোনাজাত করা হয়।
স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ২০১৮ সালে মানবিক কাজের জন্য জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড অর্জন করে।