কমল তালুকদার,পাথরঘাটা : ঘন কুয়াশার কারণে বুধবার ভোর ৬টায় ঢাকা থেকে পাথরঘাটা গামী বরিশাল এক্সপ্রেস এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে তালগাছে ধাক্কা লাগে। এঘটনায় বাসের সামনের অংশ ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাটি ঘটেছে পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের গুদিঘাটা মোড়ে।
যার অতিনিকটেই রূপধন বাস স্ট্যান্ড। খোঁজ নিয়ে জানা গেছে, আজ সকাল ৬ টার সময় ঢাকা থেকে পাথরঘাটা আসার পথে অতিরিক্ত ঘণ কুয়াশা থাকার কারণে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে তাল গাছে ধাক্কা লাগে। গাড়িটি দূর্ঘটনায় শিকার হলে স্থানীয়দের কাছ থেকে জানা যায় গাড়িতে তেমন কোন যাত্রী ছিল না। যে কারণে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একটি সূত্র থেকে বলা হয়েছে ওই গাড়িতে মাত্র ৩ জন যাত্রী ছিল। এ ঘটনায় গাড়ির ড্রাইভার হেল্পার কন্টাকটার কারোরই কোনো ক্ষয়ক্ষতি
১০ views