মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর ধামইরহাটে মৌসুমী বায়ুর প্রভাবে দিবাগত রাত থেকে পরদিন সকাল পর্যন্ত হালকা ঝড় ও বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে আলু সরিষাসহ বিভিন্ন ধরনের সবজির ক্ষেত।শুক্রবার (৪ ফেব্রুয়ারি)সরেজমিনে দেখা গেছে, আলমপুর ইউনিয়ন, ইসবপুর, খেলনা, আগ্রাদ্বিগুন ইউনিয়নসহ উপজেলার আটটি ইউনিয়নে গত বৃহস্পতি গভীর রাত থেকে হঠাৎ করে মুষলধারে বৃষ্টি হওয়ায় ওইসব এলাকার সরিষা, আলু ও গমের ক্ষেতে হাঁটু পরিমান পানি জমে যায়। অন্যদিকে বৃষ্টির সাথে হালকা ঝড় হওয়ায় অধিকাংশ ক্ষেতের সরিষার গাছ মাটির সাথে নুয়ে পড়ছে। ফলে লোকসানের আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। ভাত গ্রাম খাপুড়া এলাকার আসলাম হোসেন বলেন, ৯৮ শতাংশ জমিতে আমি সরিষা লাগিয়ে ছিলাম। গভীর রাত থেকে হঠাৎ করে ঝড়-বৃষ্টি শুরু হয়। সকালে মাঠে গিয়ে দেখি সর্ষের গাছ গুলো ভেঙ্গে হেলে পড়ে গেছে। আর আলুর মাঠে পানি জমে থাকায় গাজগুলো তে এখন মড়ক ধরবে। সবমিলিয়ে প্রায় ৮০-৯০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, সরষে কাটার কারণে এখন মাঠে খুব একটা সরষা নেই। মাঠে যেগুলো আছে সেগুলো যদি হেলে মাটিতে পড়ে যায় সেগুলো সমস্যা হতে পারে। বৃষ্টির ফলে মাটি কাদা হওয়ায় আলু তুলতে একটু সমস্যা হতে পারে। মড়ক এর বিষয়ে এক সপ্তাহ পর জানা যাবে বলে তিনি জানান।
২৯ views